• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

নওগাঁয় প্রায় ২ হাজার কোটি টাকার আম উৎপাদন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ জুলাই, ২০২৩

আম উৎপাদনে উল্লেখযোগ্য জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে নওগাঁ। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশে রপ্তানি হচ্ছে নওগাঁর আম। চলতি বছর এই জেলায় ৩০ হাজার হেক্টর জমির বাগানে আম উৎপাদিত হয়েছে। এসব বাগান থেকে এ বছর ৩ লাখ ৭৮ হাজার মেট্রিকটন আম উৎপাদিত হয়েছে। যার গড় বাজার মূল্য এক হাজার ৮’শ ৯০ কোটি টাকা।

নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, নওগাঁর কয়েকটি উপজেলায় ক্রমাগত আম চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ জেলার আম তুলনামুলকভাবে সুস্বাদু ও মিষ্টি। দেশের বিভিন্ন জেলায় নওগাঁর আমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় মোট ৩০ হাজার হেক্টর জমিরে বাগানে বিভিন্ন জাতের আম উৎপাদিত হয়েছে। হেক্টর প্রতি গড় আম উৎপাদনের পরিমাণ এক২.৬০ মেট্রিক টন।

প্রকারভেদে আম উৎপাদনকৃত বাগানের পরিমাণ হচ্ছে নাগ ফজলি ৯৪০ দশমিক ৭৫ হেক্টর, ল্যাংড়া এক হাজার ৫৫৯ হেক্টর, ফজলি এক হাজার ৪২০ হেক্টর, আম্রপালি ১৮ হাজার ৩১৩ দশমিক ৫০ হেক্টর, গোপালভোগ ৬৪৬ হেক্টর, খিরসাপাত এক হাজার ৩৮৮ হেক্টর, বারী-৪ জাতের আম ২ হাজার ২৬২ দশমিক ৫০ হেক্টর, বারী-১১ জাতের আম ৩৫ হেক্টর, মল্লিকা ৪৪ হেক্টর, কাটিমন ১৩৮ দশমিক ২৫ হেক্টর, গৌড়মতি ১৪১ দশমিক ২৫ হেক্টর, হাঁড়িভাঙ্গা জাতের আম ৩৪ দশমিক ৫০ হেক্টর, বানানা ম্যাংগো ১১৩ দশমিক ২৫ হেক্টর, আশ্বিনা জাতের আম ২ হাজার ৩২৬ হেক্টর, কুমড়াজালি জাতের আম ১৩ হেক্টর এবং গুটি আম বা স্থানীয় জাতের আম ৬২৫ হেক্টর। কৃষি বিভাগের প্রত্যাশা অনুযায়ী এ বছর উল্লেখিত বাগান থেকে ৩ লাখ ৭৮ হাজার মেট্রিকটন আম উৎপাদিত হয়েছে।

বর্তমান বাজার দর অনুযায়ী জেলায় উৎপাদিত আমের মোট মূল্য এক হাজার ৮’শ ৯০ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ