• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

গাইবান্ধা বোরো ধান কাটা শুরু

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
ছবি-দৈনিক সংবাদ সংযোগ

শামীম, গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধা সদর উপজেলায় চলতি মৌসুমে আগাম জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুর জামতলা এলাকার কৃষক সাহেদুল ইসলামের জমির ব্রি ধান-২৮ এর নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ শস্য আয়োজন করে। উক্ত শস্য কর্তনে কৃষককে উপস্থিত থেকে ধান কেটে দিতে সহযোগিতা করেন সদর উপজেলার কৃষি অফিসারের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইদ্রিস আলী, মেহেদী হাসান, সৈয়দ সুমন প্রমুখ।

নমুনা শস্য কর্তনে কৃষকদের জমি থেকে উচ্চ ফলন দেখা যায়। সদর উপজেলায় চলতি বোরো মৌসুমে ২১ হাজার ২৯৬ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকুল থাকায় এখন পর্যন্ত ধানের ভাল ফলন পাওয়া যাচ্ছে। চাষাবাদের শুরু থেকে কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রনোদনার সার,বীজ দেয়া সহ মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগীতা ও পরার্মশ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ