• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

সার্ক স্পিকার্স সম্মেলনে যোগ দিতে কলম্বো গেছেন স্পিকার

আপডেটঃ : সোমবার, ২ অক্টোবর, ২০১৭

স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী সার্ক স্পিকারর্স ও পার্লমেন্টারিয়ান অ্যাসোসিয়েশনের ৮ম সম্মেলনে যোগ দিতে আজ সোমবার কলম্বো গেছেন। আগামী ৪ থেকে ৬ অক্টোবর শ্রীলঙ্কার কলম্বোতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। স্পিকার সম্মেলনে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্য হলেন- হুইপ মো. শহীদুজ্জামান সরকার, বেগম সাগুফতা ইয়াসমিন এমপি, তালুকদার মো. ইউনুস এমপি, সৈয়দা সায়রা মহসীন এমপি ও জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার।
সফরকালে স্পিকার সার্কভুক্ত দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও স্পিকার উদ্বোধনীসহ বিভিন্ন প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন। সফরশেষে আগামী ৬ অক্টোবর তিনি দেশে ফিরবেন। স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ