• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ফেনসিডিল উদ্ধার আটক ১

আপডেটঃ : সোমবার, ২ অক্টোবর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বহরমপুর তাঁতীপাড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় উৎপল চন্দ্র ভাস্কর (২৪) নামে একজনকে আটক করা হয়।র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মিডিয়া উইং সোমবার বেলা পৌণে ১২টায় জানিয়েছেন, আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার দিবাগত গভীর রাত পৌণে ১১টায় ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খানের নেতৃত্বে জেলার সদর উপজেলার বহরমপুর এলাকার তাঁতীপাড়া গ্রামের অসীম চন্দ্র ভাস্করের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় তার ছেলে মাদক ব্যবসায়ী উৎপল চন্দ্র ভাস্করের শয়ন কক্ষের চৌকির নীচ থেকে আমদানি নিষিদ্ধ ১৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে তাকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী ভাস্কর দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাম্প প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ