• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

সামরিক আদালতে বেসামরিক ব্যক্তির বিচার বাতিল করল পাকিস্তানের সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
ছবি: সংগৃহীত

সামরিক আদালতে বেসামরিক ব্যক্তিদের বিচারকে অকার্যকর ও বাতিল ঘোষণা করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সর্বসম্মত রায়ে সোমবার (২৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ সামরিক আদালতে বেসামরিকদের বিচারকে বাতিল এবং অকার্যকর ঘোষণা করে।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে এ বছর ৯ মে ভয়াবহ সহিংসতায় জড়িত বেসামরিক ব্যক্তিদের বিচার এরই মধ্যে শুরু হয়েছে সামরিক আদালতে। এ বিষয়টি সুপ্রিম কোর্টকে অবহিত করে দেশটির কেন্দ্রীয় সরকার। এরই প্রেক্ষিতে এমন রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। খবর জি্ওনিউজ।সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি ইজাজ-উল আহসানের নেতৃত্বে বিচারপতি মুনিব আখতার, বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি, বিচারপতি সাঈদ মাজাহার আলি আকবর নাকভি এবং বিচারপতি আয়েশা মালিকের বেঞ্চে বেসামরিক ব্যক্তিদের সামরিক আদালতে বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি শেষে সর্বসম্মতিক্রমে এই রায় দেন তারা।

গত ৩ আগস্ট শীর্ষ আদালতের নির্দেশের পর সামরিক আদালতে বিচারের বিষয়ে সুপ্রিম কোর্টকে বিষয়টি অবহিত করে সরকার। এতে জোর দিয়ে বলা হয়েছে, সামরিক প্রতিষ্ঠান ও স্থাপনায় চালানো হামলায় জড়িত থাকায় হেফাজতে নেয়া হয়েছে কমপক্ষে ১০৩ জনকে। তাদের প্রসঙ্গ এনে সুপ্রিম কোর্টের এই বেঞ্চ জানিয়েছেন, গত ৯ ও ১০ মে সহিংসতা ও দাঙ্গায় জড়িত এসব বেসামরিক ব্যক্তিদের আর সামরিক আদালতে বিচার করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ