• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

ইরানের কোনো ‘প্রক্সি যোদ্ধা গ্রুপ’ নেই : আমির আবদুল্লাহিয়ান

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
সাক্ষাৎকার দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিতে সাম্প্রতিক হামলায় তার দেশ জড়িত থাকার মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, কোনো গোষ্ঠী তেহরানের কাছ থেকে আদেশ নেয় না এবং এই অঞ্চলে ইসলামি প্রজাতন্ত্রের কোনো প্রক্সি নেই।

গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বৈঠকে যোগ দিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরকালে সিএনএনের জিপিএস প্রোগ্রামকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

খবরে বলা হয়েছে, অবরুদ্ধ এলাকায় তীব্র বিমান অভিযানের অংশ হিসেবে গত ১৭ অক্টোবর গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি সরকার বোমা বর্ষণ করে। এরপর ইরাকসহ পশ্চিম এশিয়ার প্রতিরোধ গোষ্ঠীগুলো ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে।
হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য মার্কিন কর্মকর্তারা ইরানের দিকে আঙুল তুলেছেন।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ তাদের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ