ইসরাইল আজ মঙ্গলবার দাবি করেছে, তাদের বাহিনী গাজা উপত্যকার হামাসের বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্কের ভেতরে হামাস যোদ্ধাদের আক্রমণ করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করার পর তারা এই হামলা চালায়। তবে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তারা ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও মেশিনগানের সাহায্যে জবাব দিচ্ছে।
গাজার টানেল বা সুড়ঙ্গগুলোতে প্রবেশ করাটা ইসরাইলের প্রধান লক্ষ্য। এখানেই ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে প্রবেশ করে বন্দীদের লুকিয়ে রেখেছে হামাস। ইসরাইল চাচ্ছে, এই নেটওয়ার্কে হামলা চালিয়ে বন্দীদের উদ্ধার করবে এবং হামাস যোদ্ধাদের হত্যা করবে।
ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘গত দিনে আইডিএফের সম্মিলিত বাহিনী প্রায় ৩০০ টার্গেটে আঘাত হেনেছে। তাদের হামলায় হামাস যোদ্ধাদের পাশাপাশি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট লাঞ্চ পোস্টগুলো উড়িয়ে দেয়া হয়েছে।’
আইডিএফ জানায়, হামাস যোদ্ধঅরা ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও মেশিনগান দিেয় জবাব দিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইসরাইলি বাহিনী সোমবার গাজার প্রধান উত্তর-দক্ষিণ রাস্তাকে টার্গেট করে এবং দুই দিক থেকে গাজা সিটিকে আক্রমণ করে। তারা হামাসের বন্দিদশা থেকে হামাসের হাতে আটক এক সৈন্যকে মুক্ত করার দাবিও করে।
হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা মঙ্গলবার দক্ষিণ গাজায় মেশিনগান দিয়ে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। তারা আল-ইয়াসিন ১০৫ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের চারটি সামরিক যানকে টার্গেট করেছে। উল্লেখ্য, আল-ইয়াসিন হলো হামাসের স্থানীয়ভাবে প্রস্তুত ট্যাংকবিধ্বংস ক্ষেপণাস্ত্র।
কাতারে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
গাজা উপত্যকায় অব্যাহত ইসরাইলি হামলার প্রেক্ষাপটে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহহিয়ান কাতার সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাতারের সিনিয়র কর্মকর্তাদের সাথে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে গাজায় সঙ্ঘাত এবং ‘ফিলিস্তিনিদের ওপর যুদ্ধাপরাধ এবং গণহত্যা’ অবসান নিয়ে আলোচনা হবে।
গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান নেতানিয়াহুর
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ বিরতির আহ্বান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।
এদিকে গাজায় ইসরাইলি স্থল সেনারা এক বন্দীকে মুক্ত করতে পেরেছে। তবে হামাস দাবি করছে, ইসরাইলি হামলায় ৫০ বন্দী নিহত হয়েছে।
জাতিসঙ্ঘের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে সোমবার নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির আহ্বান মানে হামাসের কাছে আত্মসমর্পণের আহ্বান, সন্ত্রাসের কাছে সমপর্ণের আহ্বান।
বিদেশী সংবাদ মাধ্যমকে নেতানিয়াহু আরো বলেন, এটা হবে না। জয়ী না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।
নেতানিয়াহু অঙ্গীকার করে বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা পিছু হটবে না।
এদিকে ইসরায়েলি স্থল বাহিনী বন্দী হিসেবে আটক থাকা ওরি মেগিদিসকে উদ্ধারে সক্ষম হয়েছে। তিনি এখন ইসরাইলে রয়েছেন এবং ভালো আছেন।
ইসরাইলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘ বার বার মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে আসছে। এছাড়া বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাও গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে।
ইউনিসেফ বলেছে, গাজার পরিস্থিতি ঘন্টায় ঘণ্টায় খারাপ হচ্ছে।
হোয়াইট হাউসও গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে বলেছে, এতে হামাস শক্তি সঞ্চয় ও ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় আট হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। যাদের অর্ধেকই শিশু।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গ্রুপ হামাস ইসরাইলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। ইসরাইল পাল্টা হামলা শুরু করে তা অব্যাহত রেখেছে।