• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

হাসপাতালে ১৯ রোগীকে হত্যা করেছেন নার্স!

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
নার্স হিথার প্রেসদি। ছবি: নিউইয়র্ক পোস্ট

অতিরিক্ত ইনসুলিন দিয়ে ১৯ রোগীকে হত্যা করেছেন এক নার্স। অভিযুক্ত নার্স হিথার প্রেসদি বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রে কাজ করার সময় এ হত্যাগুলো করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ঘটেছে এমন ঘটনা।

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, প্রেসদির বিরুদ্ধে প্রথমে দুই রোগীকে হত্যা করার অভিযোগ ওঠে। পরবর্তীতে আরও ১৭ রোগীকে হত্যা করার কথা স্বীকার করেন ৪১ বছরের এই নার্স।

খবরে বলা হয়েছে, ২০২০ সাল থেকে নিজে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরও রোগীদের অতিরিক্ত ইনসুলিন দিয়ে আসছেন প্রেসদি। এতে ১৭ রোগীর মৃত্যু হয়।

অ্যাটর্নি জেনারেল মিশেল হেনরি প্রেসদির বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রেসদির বিরুদ্ধে দুটি হত্যা, ১৭টি হত্যা চেষ্টা এবং বৃদ্ধাশ্রমের ১৯ ব্যক্তির প্রতি দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের বয়স ৪৩ থেকে ১০৪ বছর।

অ্যাটর্নি জেনারেল হেনরি বলেন, ‘প্রেসদির বিরুদ্ধে অভিযোগগুলো বেশ গুরুতর। রোগীদের যত্ন নেওয়ার জন্য যাদের ওপর ভরসা করা হয় তারাই ইচ্ছাকৃতভাবে এবং কৌশলে রোগীদের এমন ক্ষতি করবে তা বিশ্বাস করতে কষ্ট হয়।

হেনরি আরও বলেন, ‘ভুক্তভোগী ও তাদের প্রিয়জনদের ক্ষয়ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়। চিকিৎসা কেন্দ্রে থাকা প্রত্যেক রোগীর নিরাপদ বোধ করা উচিত। আমার কার্যালয় অভিযুক্তকে তার অপরাধের জন্য জবাবদিহি করতে এবং পেনসিলভানিয়ার বয়োবৃদ্ধদের ভবিষ্যৎ ঝুঁকি থেকে রক্ষা করতে ক্লান্তিহীনভাবে কাজ করে যাবে।

এর আগে গত মে মাসে প্রেসদির বিরুদ্ধে তিন রোগীকে অপচিকিৎসা দেওয়ার অভিযোগ ওঠে। এর মধ্যে দুজন মারা যান। পরবর্তীতে তার বিরুদ্ধে মোট ২২ রোগীকে অপচিকিৎসা দেওয়ার অভিযোগ ওঠে।

নিবন্ধিত নার্স প্রেসদি যেসব স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেছেন সেগুলো হলো- রেবেকা রেসিডেন্সে কনকর্ডিয়া, বেলায়ার হেলথ কেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশন, মানসম্পন্ন জীবন সেবা চিকোরা, প্রিমিয়ার আর্মস্ট্রং রিহ্যাবিলিটেশন অ্যান্ড নার্সিং সেন্টার এবং সানিভিউ পুনর্বাসন এবং নার্সিং সেন্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ