• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

সৌদিতে এক সপ্তাহে সাড়ে ১৬ হাজার অভিবাসী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

আবাসন ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ সৌদি আরবে গত এক সপ্তাহে ১৬ হাজার ৬৯৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার ৫১৮ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় ৩ হাজার ৯৫৩ জন ও শ্রম আইনে আরও ২ হাজার ২২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম অনুসারে, অবৈধভাবে সৌদিতে প্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হওয়াদের ৫৭ শতাংশই ইয়েমেনের নাগরিক। আর ৪২ শতাংশ ইথিওপিয়া এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক বলে জানা গেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কেউ সৌদি আরবে অবৈধভাবে প্রবেশকারীকে পরিবহন ও আশ্রয় দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। এর সঙ্গে ১০ লাখ সৌদি রিয়াল (২ লাখ ৬০ হাজার ডলার) জরিমানা বা গাড়ি ও সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে।

এর আগে অক্টোবর মাসের শেষ সপ্তাহেও একই ধরনের অভিযানে ১৫ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ