• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন

ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনে বিসিসি ও বেসিসের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ সফল ও যৌথভাবে আয়োজনের লক্ষে বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিসিসি সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিসিসির পরিচালক মোহাম্মদ এনামুল কবির ও বেসিসের সচিব হাশিম আহম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার, বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, পরিচালক উত্তম কুমার পাল ও সৈয়দ আলমাস কবীর।
আগামী ৬ থেকে ৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড’। সমঝোতা অনুযায়ী বেসিস এবারের ডিজিটাল ওয়ার্ল্ডের সফটওয়্যার ও মোবাইল ইনোভেশন এক্সপো, অ্যাপিকটা ইকোনমিগুলোর জন্য পৃথক প্যাভিলিয়ন ব্যবস্থাপনা, সেমিনারসমূহে আন্তর্জাতিক আলোচক নির্বাচনসহ সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ