• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

লোহিত সাগরে মার্কিন টাস্ক ফোর্সের ব্যাপারে ইরানের হুঁশিয়ারি,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
- ছবি : সংগৃহীত

ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়া সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি লোহিত সাগরে জাহাজ চলাচলের জন্য বহুজাতিক টাস্ক ফোর্স মোতায়েন করে, তবে তাদেরকে চড়া মূল্যদ হবে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইরানি গণমাধ্যম স্টুডেন্ট নিউজ এজেন্সি (আইএসএনএ) এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যেখানে আমাদের প্রাধান্য আছে, সেখানে অন্য কারো অনুপ্রবেশের সুযোগ নেই। যুক্তরাষ্ট্র যদি এমন অযৌক্তিক পদক্ষেপ নেয়, তাহলে চড়ামূল্য পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছিরা গত সপ্তাহে লোহিত সাগরে ইসরাইলের একটি জাহাজে সামরিক অভিযান চালায়।

এরপর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছিলেন, ওয়াশিংটন লোহিত সাগরে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সামুদ্রিক টাস্ক ফোর্স গঠন করবে। সেজন্য অন্যান্য দেশের সাথে আলোচনা চলছে। তিনি এ বিষয়ে আর বিস্তারিত জানাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ