চীন মঙ্গলবার তার উপকূলীয় জলসীমার ভিতর থেকে তিনটি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠিয়েছে।
লং মার্চ ১১ ক্যারিয়ার রকেটের মাধ্যমে এ তিনটি উপগ্রহ মহাকাশে প্রেরণ করা হয়েছে।
থাইইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের ইয়াংচিয়াং উপকূলীয় জলসীমার ভিতর থেকে রকেটটি উৎক্ষেপণ করে। বেইজিং সময় সকাল ৬টা ৩৯ মিনিটে রকেট উৎক্ষেপণ করা হয়।
শিয়ান টুয়েন্টি ফোর সি স্যাটেলাইটগুলো মূলত মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহৃত হবে।