• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

ফাঁসির দড়ি গলায়, এমন সময় মাফ পেলেন হত্যাকারী

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন ওই বাবা। ফাঁসির দড়ি গলায়, আর একটু পরেই কার্যকর হবে এমন সময় ছেলের হত্যাকারীকে মৃত্যুদণ্ড থেকে ক্ষমা করে দিয়েছেন সৌদি আরবের এক বাবা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, এ সপ্তাহে সৌদির বন্দর নগরী জেদ্দায় মেত্রিক আল কাহতানি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ঠিক করা হয়েছিল। দণ্ড কার্যকরের জন্য সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু সেটি সম্পন্ন করার কয়েক মিনিট আগে এই হত্যাকারীকে ক্ষমা করে দেন ওই বাবা। তার ছেলে আহমেদ আল হারবিরকে হত্যা করেছিলেন মেত্রিক।

২০১৯ সালে মেত্রিক আল কাহতানির সঙ্গে আহমেদ আল হারবিরসহ কয়েকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই সময় নিহত হন আহমেদ আল হারবি। হত্যার সঙ্গে জড়িত থাকায় মেত্রিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আদালতের চূড়ান্ত রায়ের পর এ সপ্তাহে তার দণ্ড কার্যকরের সময় নির্ধারণ করা হয়।

সৌদির সংবাদমাধ্যমে বলা হয়েছে, “আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন ওই বাবা।” গত অক্টোবরেও সৌদি আরবে একই ধরনের ঘটনা ঘটেছিল। ওই সময় তাবুকে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাকে ক্ষমা করে দিয়েছিলেন অপর এক ব্যক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ