আবারও দক্ষিণ লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহী নিক্ষেপ করা একটি ড্রোন ও একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার দাবি করেছে মার্কিন বাহিনী।
গত ১৯ অক্টোবর পর থেকে আন্তর্জাতিক শিপিংয়ে এটি ছিল হুতিদের ২২তম আক্রমণে।
ইউএস সেন্ট্রাল কমান্ড এক এক্স বার্তায় এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যেই ২৮ অক্টোবর থেকে ওই উপত্যকায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ দিন ধরে সেখানে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৫ হাজারেরও বেশি নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও অর্ধলাখের বেশি ফিলিস্তিনি।
গাজায় ইসরায়েলের বর্বর এই আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগর দিয়ে ইসরায়েল থেকে ও ইসরায়েল অভিমুখী সব জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথিরা। সূত্র: টাইমস অব ইসরায়েল