ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় ১৪০০ বছরের একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। ইসরাইলি বাহিনীর অভিযানের একটি ভিডিও এক সাংবাদিক প্রকাশ করেন। তাতে দেখা যায়, গাজার উত্তরাঞ্চলে অবস্থিত ওমারি মসজিদে হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ওমারি মসজিদ ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম মসজিদ। এটি প্রায় ১৪০০ বছরের প্রাচীন একটি মসজিদ। কিন্তু হাজার বছরের পুরোনো এই ঐতিহাসিক মসজিদটিও ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহায় পায়নি।