• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

লোহিত সাগরে জাহাজে হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
ছবি : সংগৃহীত

লোহিত সাগরে একটি কনটেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনভিত্তিক ইরান-সমর্থিত হাউছি যোদ্ধারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, লোহিত সাগরের মধ্য দিয়ে যাওয়ার সময় মায়ের্স্ক হ্যাংঝো কনটেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ১০ দিন আগে, মূল নৌপথে টহল দেয়ার জন্য একটি আন্তর্জাতিক জোটের সূচনার পর এটি প্রথম সফল আক্রমণ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইয়েমেনের সময় শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলা হয়।

সামরিক বাহিনী জানিয়েছে, এ হামলার সময় কন্টেইনার জাহাজটি সহায়তার অনুরোধ জানালে তাতে সাড়া দেয় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি এবং ইউএসএস ল্যাবুন। ইউএসএস গ্রেভলি জাহাজটির দিকে ছোঁড়া দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

হাউছিদের নিয়ন্ত্রিত ইয়েমেনে একটি অংশ থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছিল। এখন পর্যন্ত লোহিত সাগরকে ভারত মহাসাগরের সাথে সংযোগকারী বাব আল মান্দেব প্রণালী অতিক্রমকারী ট্র্যাফিক বন্ধ করার জন্য বাণিজ্যিক জাহাজগুলোতে প্রায় ২৪টি হামলা চালানো হয়েছে।

সেন্টকম জানিয়েছে, মায়ের্স্ক কন্টেইনার জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সমুদ্র চলাচল উপযোগী রয়েছে এবং যাত্রা চালিয়ে যেতে সক্ষম।

সিঙ্গাপুরের পতাকাবাহী ডেনমার্কের মালিকানাধীন জাহাজটি সিঙ্গাপুর থেকে মিসরের পোর্ট সাইদের দিকে যাচ্ছিল। ডেনমার্ক লোহিত সাগরে টহল দিতে এবং এ ধরনের হামলাকে ব্যর্থ করার জন্য গঠিত আন্তর্জাতিক জোটে যোগ দেয়ার এক দিন পরই এই হামলা হলো।

হামলার ঘোষণা দেয়ার আগে মার্কিন নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছিলেন, অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান ঘোষণার পর থেকে এক হাজার ২০০টি বাণিজ্যিক জাহাজ লোহিত সাগর দিয়ে ভ্রমণ করেছে এবং একটিও ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়নি।

৫ম নৌবহরের প্রধান কুপার বলেছেন, দক্ষিণ লোহিত সাগর ও এডেনের পশ্চিম উপসাগরের মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স একং যুক্তরাজ্যের পাঁচটি যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। অভিযান শুরু হওয়ার পর থেকে জাহাজগুলো মোট ১৭টি ড্রোন এবং চারটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করেছে।

গাজায় ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে ইসরাইল যাচ্ছে-আসার জাহাজে হামলার হুমকি দিয়েছে হাউছিরা।
সূত্র : টাইমস অব ইসরাইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ