ব্যারিস্টার ও সুপ্রিমকোর্টের আইনজীবী পরিচয়দানকারী ঢাকা আইনজীবী সমিতির সদস্য পারভেজ আহমেদের পেশাগত অসদাচরণ প্রমাণিত হওয়ায় আইন পেশা থেকে তাকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।
তাকে পেশাগত অসদাচরণের দায়ে আইন পেশা থেকে স্থায়ীভাবে অপসারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের বেঞ্চ অফিসার কামনাশীষ রায় আজ সোমবার এ তথ্য জানান।
সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন ‘ব্যারিস্টার ও সুপ্রিমকোর্টের আইনজীবী পরিচয়দানকারী’ পারভেজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, পারভেজ আহমেদ নিজে ব্যারিস্টার বা সুপ্রিমকোর্টের আইনজীবী না হওয়া সত্ত্বেও নিজেকে ব্যারিস্টার এবং সুপ্রিমকোর্টের আইনজীবী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে টক শোতে অংশ নিয়ে জনসাধারণকে প্রতারিত করেছেন।
এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় পেশাগত অসদাচরণের দায়ে বার কাউন্সিলের এক নম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. ইয়াহিয়া, সদস্য মো. পারভেজ আলম খান ও শেখ আখতারুল ইসলাম ঢাকা আইনজীবী সমিতির সদস্য পারভেজ আহমেদকে আইন পেশা থেকে স্থায়ীভাবে অপসারণের আদেশ দেন। বাসস