• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:

টেক-রিপাবলিক এর সহনশীল হার্ডডিস্ক

আপডেটঃ : রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

এসি ৬৩০ মডেলের বহনযোগ্য এই হার্ডডিস্কটি ব্যবহার বান্ধব এই হার্ডডিস্কটি একইসঙ্গে ধূলো-বালি, পানি এবং ঝাকুনি সহনশীল। এটি ১.২ মিটার ওপর থেকেও যদি হার্ডডিস্কটি পড়ে যায়, তারপরও এতে সংরক্ষিত ডাটা থাকবে সুরক্ষিত। আইপি ৫৫ সনদ প্রাপ্ত এই হার্ডডিস্কে ব্যবহূত হয়েছে টাইপ এ ফিমেল ইউএসবি কানেক্টর ও ক্যাবেল ক্যারি স্লট। ফলে সেকেন্ডে ৫জিবি পর্যন্ত তথ্য আদান-প্রদানে সক্ষম। অ্যাপাসারের এই ব্যবহার বান্ধব পোর্টেবল হার্ডডিস্কটি দেশের বাজারে পরিবেশন করছে টেক-রিপাবলিক লিমিটেড। হার্ড ডিস্কটির মূল্য:৫ হাজার ৫০০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ