আমাদের চলচ্চিত্র তো ছোট একটি পরিবার, সে জায়গাটিতেও যখন অশুভ ছায়াগুলো, শক্তিগুলো অলিখিতভাবে পরিচালনা করার চেষ্টা করে কিংবা ডমিনেটেড করে চেষ্টা করে, ফিল্মকে যদি ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করে, তার ছাপ তো আমাদের ইন্ডাস্ট্রিতে পড়বেই। আমি মৌসুমীর এখন ইন্ডাস্ট্রিতে থেকে পাওয়ার আর তেমন কিছু নেই। আমার জুনিয়র যারা আছেন, তাদের মধ্যে যদি শাকিবের কথাও ধরি, প্রথমেই শাকিবের কথা এজন্য আসলো, কারণ কিছুদিন আগে দেখলাম শাকিব খানকে নিষিদ্ধ করার কিছু আয়োজন হয়েছিল। যেটা আমার কাছে ভালো লাগেনি। তিনি বাংলাদেশে এখন বেস্ট পজিশনে আছে। আর তাকেই যখন বিভিন্ন হুমকি-ধামকি দেওয়া হচ্ছে, তখন বুঝতেই পারছেন সাধারণ লেভেলের শিল্পীরা যারা রয়েছেন, তাদের অবস্থাটা কী হতে পারে!
চলচ্চিত্রের অভ্যন্তরীন সমস্যা প্রসঙ্গে
চিত্রনায়িকা মৌসুমী