• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

ফাঁস হয়েছে ‘সিকান্দার’

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

বলিউড ভাইজান সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। রোববার (৩০ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি।

কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তির কয়েক ঘণ্টা আগে অন্তর্জালে ফাঁস হয়েছে সিনেমাটি। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানিয়েছে, এ আর মুরুগাদোস নির্মিত ‘সিকান্দার’ সিনেমা বিভিন্ন পাইরেটেড সাইটে ফাঁস হয়েছে। তামিলরকার্স, মুভিরুলজ, ফিল্মিজিলা এবং বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের মতো প্ল্যাটফর্মে ফাঁস হয়েছে সম্পূর্ণ সিনেমাটি। পাইরেসি ও অবৈধ স্ট্রিমিং সাইটগুলোর বিরুদ্ধে কঠোর আইন থাকা অবস্থায়ও বলিউডের জন্য প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটি।

বক্স অফিসে বিশ্লেষক কোমল নাহতা মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) লেখেন, একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ফাঁস হয়ে যাওয়া, যেকোনো প্রযোজকের জন্য এটি দুঃস্বপ্নের। দুর্ভাগ্যবশত, গতকাল সন্ধ্যায় সাজিদ নাদিয়াদওয়ালার ‘সিকান্দার’র ক্ষেত্রে তাই ঘটেছে, যা আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা।

রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ