• বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে মাইন বিস্ফোরণে বিচ্ছিন্ন হলো যুবকের পা গ্রেপ্তার করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জরিতোদের : প্রেস সচিব লুটের জুতা বিক্রির বিজ্ঞাপন দিয়ে সিলেটে আটক ১৪ ড. ইউনূ একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন : মান্না ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের পোশাকে উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি অস্ত্রের মুখে বান্দরবানের লামায় ৮ শ্রমিককে অপহরণ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ৩০ ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করায় যা বলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত চল‌তি মাসে মা‌র্কিন কর্মকর্তার সাথে ঢাকায় আসছেন মিয়ানমারের দূত যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনায় : ট্রাম্প

জয়া আহসান নিজের বাগানের সবজি দেখালেন ভক্তদের

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের অভিনয়ের বাইরে সখের কাজগুলোর একটি ছাদ বাগান। এবার সেই বাগানের টাটকা সবজি তুলে ভক্তদের দেখালেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) জয়া তার ছাদ বাগানের কিছু টাটকা সবজি সংগ্রহ করেছেন। এর ছবি তিনি ফেসবুকে প্রকাশ করেছেন। এর ক্যাপশন জয়া ইংরেজিতে লিখেছেন। যার অর্থ দাঁড়ায়, ‘বাগান থেকে টাটকা সবজি সংগ্রহ করলাম। ’ তার প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুই জাতের কুমড়া, পাকা মরিচ ও লাউ।

জয়ার এ ছবি দেখে তার ভক্তরা আনন্দিত, তার ছবির মন্তব্যগুলো দেখেই বোঝা যায়। ইমতু নামের একজন জয়ার এ সবজির প্রশংসা করে লেখেন, ‘শুধু ফ্রেশ নয়, দেখতেও দারুণ। ’ মো. ফয়সাল লোখেন, ‘আপা আপনার ফার্ম হাউস কোথায়?’

এদিকে সম্প্রতি জয়া আহসান ভারতের পশ্চিমবঙ্গ থেকে ‘জয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল ২০২৫’-এ পুরস্কৃত হয়েছেন। সেখান থেকে তিনি ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন।

এর আগে অভিনয়ের জন্য কলকাতার জয় ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন জয়া আহসান। অ্যাওয়ার্ড জয়ের পর সামাজিকমাধ্যমে জয়া লেখেন, এ বছর গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।

এদিকে গেল (২৮ মার্চ) মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ওয়েব সিরিজ ‘জিম্মি’। এই সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিব্লু, মুনিরা বেগম মিমি, শাহাদত শিশিরসহ আরও অনেকে। ‘জিম্মি’ পরিচালনা ও চিত্রনাট্যের কাজটা সামলেছেন আশফাক নিপুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ