চট্টগ্রামের রাউজানে পুকুর থেকে মো. শফিউল আলম (৭৪) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার হয়।
এর আগে রোববার (২৫ আগস্ট) দুপুরে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন শফিউল আলম। তিনি রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামের রফিক চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. মকবুল আহমেদ বলেন, ‘গতকাল রোববার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমাদের একটি ইউনিট এবং দুজনের ডুবুরি দল বৃদ্ধকে খুঁজতে যায়। কিন্তু তখন তাকে পাওয়া যায়নি। আজ ভোরে তার লাশ পাওয়া গেছে বলে জানতে পারি।’
স্থানীয়রা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান ওই বৃদ্ধ। একপর্যায়ে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরিবার ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাউজান ফায়ার সার্ভিসে খবর দেন। দুজন ডুবুরি এসে খোঁজ করেও পাননি। পরে আজ ভোর সাড়ে ৫টার দিকে পুকুরে তার মরদেহ ভেসে।