কান শরীরের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। এই জন্য শরীরে অন্য অঙ্গে রোগ দেখা দিলে তার উপসর্গ কানের ভিতরেও দেখা দেয়। এই কারণে কানের ময়লা এবং তার রঙ বলে দেয় আপনি সুস্থ না অসুস্থ।
যদি কানের ময়লার রঙ ধূসর হয়, তবে চিন্তার খুব একটা কারণ নেই। ধুলোর কারণে এমনটা হতে পারে। আর যদি দেখেন আপনার কান খেকে বের করা ময়লায় সামান্য রক্তের ছিটে রয়েছে, তবে বুঝতে হবে আপনার কানের ভিতরে কোনও সমস্যা তৈরি হয়েছে। এটা তারই ইঙ্গিত। তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন।
খয়েরি রঙয়ের কানের ময়লা দেখা গেলে বুঝে নিতে হবে গত কয়েক দিন ধরে আপনি বেশ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই একটু কাজের চাপ কমিয়ে টুক করে কোথাও ঘুরে আসুন। কানের খোল যদি সাদা রঙয়ের হয় তবে বুঝতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে।
যদি দেখা যায় কানের ময়লা বের করার সময় একটু জল জল ভাব। তবে বুঝে নিতে হবে আপনার শরীরে কোনও গুরুতর সমস্যা রয়েছে।