• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

দিনাজপুরের নিয়ন্ত্রণ হারিয়ে দারিয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কায় নিহত ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি ভ্যানকে ধাক্কা দিয়েছে। এতে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘাতক কাভার্ডভ্যান ও চালককে গ্রেফতার করেছে।

সোমবার ভোর ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার রানীগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুর চত্বরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল গোফফার ও দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন।

আটক কাভার্ড ভ্যান চালক হলেন-দিনাজপুর শহরের রামনগর এলাকার শেখ ওসমানের ছেলে সিদ্দিক (৪০)।

ওসি জানান, ঢাকা থেকে দিনাজপুরের দিকে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট- ১৮-৬৪০৯) নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার রানীগঞ্জ বাজারে রাস্তার পাশে রাখা আটটি প্যাডেল চালিত ভ্যানকে পিষে দেয়। এ ঘটনায় ঘটনাস্থলে আব্দুল গফফার নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক আনোয়ার হোসেনকেও মৃত ঘোষণা করেন।

দুঘটনার পর ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ