• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

মিনার চৌধুরীর জামিনে স্থগিতাদেশ বহাল

আপডেটঃ : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার চৌধুরীকে দেয়া হাইকোর্টের জামিন রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলেছেন আপিল বিভাগ।

একই সঙ্গে ফেনীর বিচারিক আদালতে আগামী চার মাসের মধ্যে এ মামলার নিষ্পত্তি করতে বলা হয়েছে।

রোববার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচাপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন অবসরপ্রাপ্ত বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল  মাহবুবে আলম।

এর আগে ৩০ অক্টোবর হাইকোর্টের দেয়া জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। একই মামলার আসামি শাহজালাল ও জিয়াউর রহমান বাপ্পীর জামিন স্থগিত করেছেন আদালত।

গত বছরের ২৪ নভেম্বর একরামুল হক হত্যা মামলায় মিনার চৌধুরীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।

ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি ২৮ নভেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

এর ধারাবাহিকতায় রোববার রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি হয়।

২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হককে (৪৭) প্রকাশ্যে গুলি করার পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ