• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

রাজধানীর নীলক্ষেতের কাঁটাবনে বিএনপি নেতা ব্যারিস্টার অসীমের বিরুদ্ধে একটি প্লট দখলের অভিযোগ করেছেন পারভীন আক্তার নামে এক নারী ও তার পরিবার।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পারভীন আক্তার অভিযোগ করে বলেন, গত ২২ সেপ্টেম্বর বিএনপি নেতা ব্যারিস্টার অসীমের পরিচয় দিয়ে জনৈক মিজান, সাজিদ, জব্বার, জামান ও হানিফ নামের কয়েকজন এসে তাদেরকে জায়গা ছেড়ে দিতে বলেন। জায়গা না ছাড়লে তারা মাদকের মামলা দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ করেন পারভীন আক্তার।

ব্যারিস্টার অসিমের লোক পরিচয়ে তারা আগেও কয়েকবার এসে হুমকি দেন বলে জানান তিনি।

পারভীন আরও অভিযোগ করেন, ‘এর আগে ২০২০ সালে আওয়ামী লীগের গুন্ডা-পান্ডারা জোর করে তাদের সরিয়ে দিয়ে এই জায়গা দখলে নিয়েছিল এবং মাদক মামলা দিয়ে কারাগারে ঢুকিয়েছিল। ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা আবারো এই জায়গা ফিরে পাই। কিন্তু ব্যারিস্টার অসিমের লোকজন আমাদেরকে আবারো সেই একই কায়দায় রাস্তায় নামানোর পাঁয়তারা করছে। বিষয়টি নিয়ে ব্যারিস্টার অসিমের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু দাড়োয়ান বলেছেন, ব্যারিস্টার অসিম বাড়িতে নেই।

ভুক্তভোগী বলেন, ‘১৯৬৫ সাল থেকে এই জায়গায় বসবাস করছি আমরা। ঢাকার শহরে আমাদের থাকার কোন জায়গা নেই। এই জায়গাটুকু কেড়ে নিলে আমাদের রাস্তায় নামা ছাড়া কোন উপায় থাকবে না। তাই সরকার এবং বিএনপির হাই কমান্ডে কাছে আমাদের ৪ ভাই বোনের দাবি, আমাদেরকে যেন এই জায়গা থেকে না নামানো হয়। আমরা আপনাদের কাছে কড়জোরে মিনতি করছি, আমরা যেন এই জায়গায় থাকতে পারি আপনারা সেই ব্যবস্থা করলে চিরদিন কৃতজ্ঞ থাকবো।

সংবাদ সম্মেলনে পারভীন আক্তার ছাড়াও তার ভাই বাবু, পিন্টু এবং দেলোয়ার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ