• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

টাক মাথায় চুল গজায়

আপডেটঃ : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

যৌবনকে ধরে রাখতে মাথার চুলের ভূমিকা অনেকখানি। মাথা ভরা চুল একজন পুরুষকে করে তোলে ব্যক্তিত্বসম্পন্ন। কিন্তু যৌবনে যখন চুল পড়ে গিয়ে মাতায় টাক সৃষ্টি হয়, তখন সবাই অসহায় হয়ে পড়ে।

টাক : টাক বলতে মাথা বা শরীরের লোমশ যে কোন অংশ হতে আংশিক বা ছড়ানো-ছিটানো চুল পড়ে যাওয়াকেই বোঝায়।

শ্রেণী বিভাগ :

১. স্কারিং ও নন্-স্কারিং

২. হেরেডিটারি ও নন্- হেরেডিটারি

৩. অটো-ইমিউন

অথবা

১. এলোপেসিয়া এরিয়াটা

২. এলোপেসিয়া টোটালিস।

৩. এলোপেসিয়া ইউনিভার্সালিস।

ল্যাব-পরীক্ষা :

১. মাইক্রোস্কপি

২. হরমোন এনালাইসিস

৩. রক্তের বিশেষ কিছু পরীক্ষা

আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসা

প্রচলিত চিকিৎসাগুলোর সাফল্য টপকিয়ে আধুনিক বৈজ্ঞানিক কসমেটিক চিকিৎসায় পিআরপিও স্টেমসেল থেরাপি এবং টপিক্যাল মিনক্সিডিলের প্রচলন বর্তমানে টাক চিকিৎসায় এক যুগান্তকারী সাফল্য এনেছে। যেন এক রেভ্যুলিউশন। এতে নেই কোন পার্শ্বক্রিয়া। তাই আর দেরি নয়। কারণ বর্তমানে এ চিকিৎসাটির সাফল্য ও জনপ্রিয়তা এক গাদা টাকা খরচ করে ‘হেয়ার ট্রান্সপ্লানটেশন’-এর চাহিদা অনেক কমিয়ে দিয়েছে।

ডাঃ একে এম মাহমুদুল হক খায়ের

ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ, কসমেটিক সার্জন, সিনিয়র কনসালটেন্ট বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা

ফোন : ০১৬৭৮৫৯২০৭১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ