• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

পদ্মা সেতু টোল প্লাজায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আরোহী নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) রাতে জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকার শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়।

নিহতরা হলেন, পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী, আলিম মাদবরের ছেলে খিদির মাদবর, ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি ও এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর।

সোমবার (৪ অক্টোবর) ভোরে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবিব এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরো একজনকে হাসপাতালে পাঠানো হয়। পথে তারও মৃত্যু ঘটে।

ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ