• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

বাম দলের হরতালে বিএনপির সমর্থন

আপডেটঃ : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে এই হরতালের ঘোষণা দেয়। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এক মানববন্ধনে অংশ নিয়ে বলেন, আমরা মনে করি, জনস্বার্থে এই হরতাল অত্যন্ত যুক্তিসঙ্গত। বাম দলগুলোর ডাকা হরতালে আমি বিএনপির পক্ষ থেকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ইউনিট প্রতি বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়।
গত ২৩ নভেম্বর বিইআরসির ওই ঘোষণার পরপরই হরতালের কর্মসূচি ঘোষণা করে বাম দলগুলো। তাদের ভাষায়, বিদ্যুতের দাম বাড়ানোর ওই সিদ্ধান্ত গণবিরোধী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ