• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

শক্তিশালী ভূমিকম্পে কাপলো কিউবা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

কিউবা আবারও বিপর্যয়ের মুখে। কয়েক দিন আগে দেশের জাতীয় গ্রিডে সমস্যার কারণে পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়ে, এরপর আঘাত হানে শক্তিশালী এক ঝড়। আর এখন কিউবায় শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। রোববার (১০ নভেম্বর) কিউবার বারটোলোমি মাসো শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল জানিয়েছেন, ভূমিকম্পের কারণে ভূমিধস ঘটেছে, যার ফলে কিছু বাড়িঘর এবং বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, সান্তিগো ডি কুবা ও গ্রামনা এলাকার ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ শুরু হয়েছে। তবে সবচেয়ে সুখবর হলো, ভূমিকম্পে কোনো প্রাণহানি ঘটেনি।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, এমন শক্তিশালী ভূমিকম্প তারা আগে কখনও অনুভব করেননি। সান্তিগোর বাসিন্দা গ্রিসেলডা ফার্নান্দেজ রয়টার্সকে বলেন, “এর আগে আমরা ভূমিকম্প অনুভব করেছি, কিন্তু এবারের মতো এত শক্তিশালী ভূমিকম্প হয়নি।”

এদিকে, সান্তিগোর আরেক বাসিন্দা জানিয়েছেন, ভূমিকম্পের ফলে বাড়িঘর দুলে উঠছিল, যা দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকে দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন।

কিউবায় গত অক্টোবর মাসে হারিকেন অস্কারের আঘাতে ৬ জনের মৃত্যু হয়, এবং গত সপ্তাহে হারিকেন রাফায়েলের কারণে ১ কোটি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ