• সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

তিনটি গুলি করে ‘২০০ ভরি ‌স্বর্ণ’ লুট,আহত ব্যবসায়ী হাসপাতালে

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
ব্যবসায়ীকে গুলি করে সোনা এবং নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা

ঢাকার রামপুরার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে তিনটি গুলি করেছে সন্ত্রাসীরা। এসময় তার সঙ্গে থাকা ‘২০০ ভরি স্বর্ণ’ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে ঘটনাটি ঘটে। ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায়। বর্তমানে তিনি রামপুরার বনশ্রী এলাকায় থাকেন।

পুলিশ ও ব্যবসায়ীর স্বজনরা জানান, রাতে বাসায় ফিরছিলেন আনোয়ার হোসেন। এসময় কয়েকটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা আনোয়ার হোসেনের গতিরোধ করে। তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। আনোয়ার হোসেন বাধা দিলে একের পর এক গুলি করে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

আহত ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া মোহাম্মদ মজিবর রহমান বলেন, “আনোয়ার হোসেনের বনশ্রীতে অলংকার জুয়েলারি নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। তিনি রবিবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা আনোয়ার হোসেনের পথরোধ করে। তাদের মধ্য লাল হেলমেট পরা এক ব্যক্তি আনোয়ারে লক্ষ্য করে গুলি চালায়। আনোয়ার হোসেনের দুই পায়ে দুইটি ও পিঠে একটি গুলি লাগে। পরে গুলিবিদ্ধ আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।”

তিনি আরো বলেন, “আনোয়ারের কাছে ২০০ ভরি স্বর্ণ এবং নগদ এক লাখ টাকা ছিল। স্বর্ণ ও টাকা নিয়ে গেছে সন্ত্রাসীরা।”

ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “ব্যবসায়ীর শরীরে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। ঘটনাটি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ