• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

নিরপেক্ষ ও সহায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে : দুলু

আপডেটঃ : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সহায়ক সরকারের অধীনেই হবে। তাই আজ সকল নেতাকর্মীকে অভিমান ভুলে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর আগামী নির্বাচনে নাটোর-৩ সিংড়া আসন জোড় করে ছিনিয়ে নিতে দেয়া হবে না।
আজ রবিবার সিংড়া উপজেলা বিএনপির নব-গঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় মোবাইল ফোনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এ সময় দুলু বলেন, বর্তমান আওয়ামী সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। একের পর এক মিথ্যা মামলা দিয়ে সরকার বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করছে। আগামী নির্বাচনে দল ক্ষমতায় গেলে সকল অত্যাচারের বিচার করা হবে। অনুষ্ঠানে দুলুর সহধর্মীনি নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াছমিন ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে না যেতে পেরে মোবাইল ফোনে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
সভায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান মন্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক মেয়র শামিম আল রাজি’র আহ্বানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আজগর খান, জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন, সিংড়া শহর বিএনপির সভাপতি দাউদার মাহমুদ, সাধারণ সম্পাদক তায়েজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ