• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

সাবেক কৃষিমন্ত্রীর রাজ্জাকের স্ত্রী-ছেলেসহ দেশত্যাগে মানা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
ফাইল ছবি

স্ত্রী শিরিন আখতার বানু এবং ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতসহ সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এর আগে, দুদকের পক্ষে সহকারী পরিচালক আব্দুল মালেক এ আবেদন করেন। জুলাই গণহত্যার মামলায় দুই পুলিশসহ আরও ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আবেদনে বলা হয়, আব্দুর রাজ্জাক এবং তার অন্য আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয়পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক এসিআই কোম্পানি ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যম শত শত কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। তারা দেশত্যাগের চেষ্টা করছেন। তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

উল্লেখ্য, গত বছর ১৪ অক্টোবর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ