• শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

হোয়াটসঅ্যাপে সাইবার হামলা, টার্গেটে ২৪ দেশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
ফাইল ছবি

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের জন্য বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপটি। সম্প্রতি জনপ্রিয় এ অ্যাপে সাইবার হামলা এবং বিপজ্জনক সাইবার গুপ্তচরবৃত্তি চিহ্নিত করা হয়েছে। কমপক্ষে ২৪টি দেশের ব্যবহারকারীদের টার্গেট করে এই হামলা করা হয়েছে বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।

বিষয়টি নিশ্চিত করেছে খোদ হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা।

নতুন এ সাইবার হামলা চালানো হয়েছে ইসরায়েলের নজরদারি সংস্থা প্যারাগন সলিউশনের সঙ্গে যুক্ত একটি স্পাইওয়্যারের মাধ্যমে। সম্প্রতি সাংবাদিক, কর্মী এবং নাগরিক সমাজের সদস্যদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে ব্যবহার করা হয়েছে স্পাইওয়্যারটি।

জিরো-ক্লিক হ্যাকিং কৌশল ব্যবহার করা হয়েছে এই হামলায়। ব্যবহারকারীর ডিভাইস কোনো পদক্ষেপ ছাড়াই হ্যাক করা যেতে পারে এ কৌশলে। এই ধরনের হ্যাকিং অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত করা হয়। কারণ, পুরো নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাস করে হামলা চালায় এটি।

মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি স্পাইওয়্যারটি শনাক্ত করা হয়েছে এবং ইতালির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে সতর্ক করা হয়েছে। কারণ, ইতালির ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ