• বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিরক্ষী মিশনে মনোনীত করা হবে না মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সেনা বা পুলিশ সদস্যদের আজহারী পোস্টে আয়নাঘর নিয়ে যা বললেন জাতিসংঘের প্রতিবদনে মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ ঢাবি শিক্ষক শাহমান মৈশান পেলেন ব্রিটিশ কাউন্সিলের সম্মাননা রমজান ঘিরে দ্রব্যমূল্যে বাজার নিয়ে শঙ্কায় মানুষ: কাদের সিদ্দিকী বিশ্বকাপ চলাকালীন সৌদিতে অ্যালকোহল নিষিদ্ধ চট্টগ্রাম বন্দরে ভিড়লো গম বোঝাই আর্জেন্টিনার জাহাজ ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ইংরেজি ভাষায় ৯৯৯ এ কল করে সেবা পাবেন কূটনৈতিক মিশন ও বিদেশিরা ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফরে গেলেন মোদী

জাতিসংঘের প্রতিবদনে মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে বিষয়ে জাতিসংঘের প্রতিবদনকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৭ বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন।

জাতিসংঘ প্রতিবেদনের বিষয়ে মির্জা ফখরুল আরও বলেন, জাতিসংঘের রিপোর্টটাকে ধন্যবাদ জানাই। তারা সঠিকভাবে বলেছেন একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড ঘটেছে। যেই গণহত্যা হত্যা হয়েছে তার নির্দেশে হয়েছে।

তিনি বলেন, আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যি ঘটনাগুলো ঘটেছে সেগুলো উদঘাটিত হয়েছে। মানবাধিকার লঙ্ঘন এবং ভায়োলেশন তার (শেখ হাসিনা) নির্দেশেই হয়েছে। এটা প্রমাণিত হয়েছে হাসিনা একজন ফ্যাসিস্ট।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে। নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি। যখন আয়না ঘরের রিপোর্টটা বের হয় তখন গভর্নমেন্ট (আওয়ামী সরকার) বলেছে এরকম কিছুই নেই।

মির্জা ফখরুল বলেন, আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাই সমর্থন করি না। কারণ মানুষ এতে অভ্যস্ত না। এ নিয়ে প্রশ্নই উঠতে পারে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না।

তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রে আমরা আস্থা রাখি অতীতেও চর্চা করেছি। কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না এটা মানুষ নির্ধারণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ