• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

দুধের শিশুকে খুন করে ওয়াশিং মেশিনে ঢোকালেন মা

আপডেটঃ : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

মায়ের আশা ছিল ছেলে সন্তান হবে। কিন্তু বদলে তার কোলে আসলো একটি মেয়ে। তাই আরতি নামের এক মা তিন মাসের সন্তানকে শ্বাসরোধ করে ঢুকিয়ে দেন ওয়াশিং মেশিনে। গত রবিবার ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সন্তানকে খুনের অভিযোগে ওই যুবতীকে গ্রেফতার করা হয়।
গাজিয়াবাদের সিনিয়র পুলিশ সুপার আকাশ তোমর জানিয়েছেন, তিন মাস আগে কন্যাসন্তানের জন্ম দেন পটলা শহরের বাসিন্দা বছর বাইশের আরতি। তোমরের দাবি, নিজের মেয়েকে খুনের কথা প্রথমে মানতে চাননি আরতি। তবে পুলিশি জেরায় তা স্বীকার করেন তিনি।
তিনি আরো বলেন, ছেলে না হওয়ায় খুবই হতাশ হয়ে পড়েছিলেন আরতি। সেই রাগেই বালিশ চাপা দিয়ে নিজের মেয়ের শ্বাসরোধ করেন তিনি। এর পর ওয়াশিং মেশিনে শিশুটির দেহ ঢুকিয়ে দেন।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, পুলিশকে প্রথমে আরতি জানিয়েছিলেন, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। এর পর জিজ্ঞাসাবাদ শুরু হয়। জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। আনন্দবাজার পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ