আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এর মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার সমাপ্তি হলো। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৮ মিনিটে শুরু হয়ে এ মোনাজাত শেষ হয় ১টা ৭ মিনিটে।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে বাড়ির পথে রওয়ানা দিয়েছেন মুসল্লি ও সাধারণ মানুষ।
এর আগে, হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব। যার বাংলা তরজমা করছেন মাওলানা মুনির বিন ইউসুফ।
৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হয়েছে দুই ধাপে। এর মধ্যে, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মানুষ। ৩ থেকে ৫ ফেব্রুয়ারি হয় দ্বিতীয় ধাপের ইজতেমা। তাতে অংশগ্রহণ করেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ।
দ্বিতীয় পর্বের ইজতেমা ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হলো।