• বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

ইসি ‘উত্তম নির্বাচনের’ বার্তা দেবে ডিসিদের

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহীত

চলমান সম্মেলনে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে যেকোনো মূল্যে আগামী নির্বাচন ভালোভাবে করতে ডিসিদের বার্তা দেবে নির্বাচন কমিশন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এই তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, ইসি বিশ্বাস করে, এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হবে ইনশাহআল্লাহ। একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যেকোনো মূল্যে একটি করতে হবে- এ মেসেজটি আমরা (ডিসিদের) দেওয়ার চেষ্টা করব।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব ডিসিদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এখানে আমাদের বার্তা থাকবে- যেহেতু ইসির কাজ হলো নির্বাচন করা, আর নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন, জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব (রিটার্নিং অফিসার) পালন করেন। পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনী থাকে। মাঠ প্রশাসন যাতে নির্বাচন কমিশনের নির্দেশনা প্রতিপালন করে সে বিষয়ে কঠোর তাগিদ দেওয়া হবে।

এ সময় তিনি জানান, তফসিল ঘোষণা করার পর নির্বাচন কমিশন যদি মনে করে কোনো জেলায় নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন, কমিশন কঠোরভাবে সে সিদ্ধান্তে অটল থাকবে। মাঠ প্রশাসন যেন কোনো খারাপ উদাহরণ সৃষ্টি করতে না পারে সে বিষয়েও নির্বাচন কমিশনের নজর রয়েছে। ইতোপূর্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, এ মাঠ প্রশাসনকে দিয়েই নির্বাচনগুলো হয়েছে। সুতরাং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেসার থাকবে না; কোনো ধরনের প্রভাব থাকবে না বলে জানান এই নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের এ বিষয়ে বলার সময় এখনো আসেনি। আরেকটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা বলতে আরও সময় লাগবে। এ বিষয়ে আমরা এখনও কিছু বলতে চাচ্ছি না। সময়ই বলে দেবে, সময়ই আমাদের গাইড করবে। সময়ই বলবে আমরা কী সিদ্ধান্ত নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ