• বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

বসন্ত ও ভালোবাসা দিবস ঘিরে বইমেলায় উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

ঋতুরাজ বসন্তের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবসের প্রভাব পড়েছে অমর একুশে বইমেলায়। সাপ্তাহিক ছুটির দিনে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। মেলার বিভিন্ন প্রবেশ পথে পাঠক ও দর্শনার্থীদের লাইন ধরে প্রবেশ করতে দেখা গেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে অমর একুশে বইমেলার বিভিন্ন গেট, স্টল ও প্যাভিলিয়ন ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাড়তি চাপ লক্ষ করা গেছে মেলার বিভিন্ন অংশে। খাবারের দোকানগুলোতেও অন্যান্য ছুটির দিনের চাইতে জনসমাগম একটু বেশি।

সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এমন দৃশ্য স্বাভাবিক হলেও আজ কিছুটা ভিন্নতা লক্ষ করা গেছে। আগত বেশিরভাগ দর্শনার্থী সেজেছেন ভালোবাসা দিবস ও বসন্তের সাজে। পুরুষরা পড়েছেন পাঞ্জাবি আর নারীরা সেজেছেন নানা রঙের শাড়ি ও ফুলের সাজে। বেশিরভাগ নারীদের মাথায় ফুলের রিং অথবা খোপায় গোলাপ।

প্রথমা প্রকাশনীর স্টলে থাকা জহিরুল ইসলাম জানান, আমাদের প্যাভিলিয়নে সবসময়ই ব্যস্ততা থাকে। কিন্তু আজকে বেশি চাপ হয়ে যাচ্ছে; সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। প্রচুর মানুষ বই কিনছেন। একটু কষ্টকর হলেও এমন পরিবেশই কাম্য।

মাওলা ব্রাদার্স প্রকাশনীর স্টলে থাকা সাকিব জানান, একসাথে তিনটা কারণে আজকে আমাদের একটু চাপ হয়ে যাবে।ছুটির দিনের সাথে আজ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। বিকেল থেকে রাত অবধি ব্যাপক পরিমাণে বিক্রির আশা রাখছি।

মেলায় আসা দর্শনার্থী তাসনিম আরা জানান, আজ একটু সাজসজ্জা করে এসেছি বসন্ত ও ভ্যালেন্টাইন একসাথে পালন করা হয়ে যাবে। কয়েকটি বইও পছন্দ করে রেখেছি মেলাশেষে একসাথে কিনবো। আজকের দিনটা বেশ উৎসব মুখর মনে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ