• বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

জেলের জালে ধরা পড়ল ২০০ কেজির ভোল মাছ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

ফরিদুল আলম শাহীন :- কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের অদূরে নাফ নদীতে টানা জালে ধরা পড়েছে ১৯৬ কেজি ওজনের একটি ভোল মাছ। স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল আলম প্রায় আড়াই লাখ টাকায় মাছটি কিনে নেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকার নাফ নদীতে, কোনাপাড়ার বাসিন্দা কালু ফকিরের মালিকানাধীন টানা জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় ভাষায় মাছটি “ভোল মাছ” নামে পরিচিত।

 

শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, সকালে শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকার নাফ নদের মোহনায় জেলেরা টানা জাল ফেলে। ঘণ্টাখানেক পর জাল টানার চেষ্টা করে জেলেরা। এ সময় ছোট ছোট মাছের সঙ্গে এই বড় বোল মাছটি জালে আটকে যায়। পরে জেলেরা নাফ নদ থেকে বড় মাছটি রশি বেঁধে টেনে চরের ওপরে তুলে নিয়ে আসে। স্থানীয়দের সহযোগিতায় মাছটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে নেওয়া হয়। ওই সময় মাছটি দেখতে ভিড় জমান লোকজন।

নৌকার মাঝি নুর মোহাম্মদ জানান, জালে প্রথমবার ১৯৬ কেজি ওজনের বড় ভোল মাছ আটকা পড়েছে। মাছটি শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এনে দাম হাঁকানো হয়েছিল তিন লাখ টাকা। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল আলমের কাছে দুই লাখ ৬০ হাজার টাকা দিয়ে বিক্রি করেছি।

এদিকে, মাছটি বিক্রি করতে মাইকিং করছেন মাছ ব্যবসায়ী আবদুর শুক্কুর। তিনি বলেন, “নাফ নদে জেলেদের কাছ থেকে প্রায় ২০০ কেজি ওজনের ভোল মাছ আড়াই লাখের বেশি দামে কেনা হয়েছে। সেটি বিক্রি করতে মাইকিং করা হচ্ছে। কমপক্ষে ১,৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, শাহপরীর দ্বীপের এক জেলের জালে একটি বিশাল মাছ ধরার খবর শুনেছি। স্থানীয় ভাষায় এটিকে ভোল মাছ বলা হলেও এর বৈজ্ঞানিক নাম রেইয়ামেস বলেই (raiamas-bola)। বিরল প্রজাতির এ মাছটি সব সময় পাওয়া যায় না। সাধারণত শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি ওজন পর্যন্ত ভোল মাছ জেলেদের জালে আটকা পড়ে।

তিনি আরও বলেন, সাগরের মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জালে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান এবং জেলেরা ভালো দাম পাচ্ছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ