• শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

উদ্ধার হয়নি লুট হওয়া ১৪০০ অস্ত্র ও আড়াই লাখ গুলি: আব্দুল হাফিজ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

৫ আগস্ট পরবর্তী সময়ে লুট হওয়া এক হাজার ৪০০ অস্ত্র এবং আড়াই লাখ বিভিন্ন ধরনে গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।  আবদুল হাফিজ জানান, প্রায় ৬ হাজার অস্ত্র ও ৬ লাখ গুলি লুট হয়েছে। এরমধ্যে এরমধ্যে ১ হাজার ৪০০ অস্ত্র ও আড়াই লাখ গুলি এখনও উদ্ধার হয়নি।

তিনি বলেন, এসব অস্ত্র ও গুলি সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা সেগুলো ব্যবহার করতে পারে।  চলমান অভিযানের মাধ্যমে এগুলো উদ্ধার করতে হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং তারা কর্মসূচি দিচ্ছে। তারা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে ডিসিদের সজাগ থাকতে হবে।

সাধারণ মানুষের তিনটি প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ নিরাপদে চলাফেরা করতে, রাতে শান্তিতে ঘুমাতে এবং দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে চায়। এসবের পাশাপাশি যেসব সেবা সরকারের কাছে জনগণের পাওয়ার কথা সেটা যেন তারা ঝামেলা ছাড়া পেতে পারে।

ডিসিদের উদ্দেশে আবদুল হাফিজ আরও বলেন, আসন্ন রমজান মাসে সজাগ থাকতে হবে। কারণ ওইসময় ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। নিজ নিজ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে হবে। বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে, সেটার মোকাবিলা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ