• শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

নিলামের মাধ্যমে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

চলতি অর্থবছরেই (২০২৪-২৫) মোবাইল অপারেটরদের জন্য নতুন করে তরঙ্গ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে স্পেকট্রাম ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। এমদাদ উল বারী বলেন, নিলামের মাধ্যমে এই তরঙ্গ বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এই মুহূর্তে অপারেটররা ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ২৫ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পাবে। এর মাধ্যমে তৃণমূলের গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন। যার ফলে কল ড্রপ ও নেটওয়ার্কের জটিলতা কাটবে বলে আশা করা যাচ্ছে।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, একেক দেশের চাহিদা এবং যোগান একেক রকম হয়। বাংলাদেশের তরঙ্গের খরচ স্থানীয় চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দর নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, তিন দিনের সিম্পোজিয়ামে আইটিইউয়ের গাইডলাইন অনুযায়ী ভবিষ্যত তরঙ্গ ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, ১৮-২০ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপী সিম্পোজিয়ামের ১২টি সেশনে আয়োজক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ, ইরান, অস্ট্রেলিয়া, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কোরিয়া, মায়ানমার, ভিয়েতনাম, ভানুয়াতু, টোঙ্গো ও লাওসের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তিবিষয়ক রেগুলেটরি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহযোগী সদস্য হিসেবে দেশি-বিদেশি মোবাইল অপারেটর ও টেলিযোগাযোগ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ