• শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

ছাত্র-জনতা আগামীর বাংলাদেশ গড়বে’

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা একত্রিত হয়ে আগামীর বাংলাদেশ গড়বে। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। তাঁর মতে, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সব আন্দোলনের মূল শক্তি ছিল ছাত্র-জনতা, আর সেই চেতনা নিয়েই ২০২৪ সালের বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করছে।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি ১৯৪৭ থেকে ১৯৫২, ১৯৭১ থেকে ২০২৪ একই সূত্রে গাঁথা। ৫২ ও ৭১-এর চেতনায় উজ্জীবিত হয়ে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে—এটাই আমাদের শপথ।” এ সময় জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করে সারজিস আলম বলেন, “১৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা ভাষার দাবিতে রাজপথে নেমেছিল। তখন তাদের বাধা দেওয়া হয়েছিল, ১৪৪ ধারা জারি করা হয়েছিল, কিন্তু তারা জীবন দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে। আজ ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতা যৌক্তিক দাবিতে রাজপথে নেমেছে, তবুও তাদের বাধা দেওয়া হয়েছে, প্রতিরোধ করা হয়েছে। কিন্তু আমরা আমাদের অধিকার আদায়ে কখনো পিছু হটিনি।”

একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছাত্র-জনতার এই ঐক্যবদ্ধ আন্দোলন বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সারজিস আলম বিশ্বাস করেন, তরুণ প্রজন্মের এই অগ্রযাত্রা বাংলাদেশের ভবিষ্যৎকে আরও ন্যায়সঙ্গত, গণতান্ত্রিক এবং সুশাসিত পথে পরিচালিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ