• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

চীনের পালটা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

চীনের পালটা শুল্কারোপের পর মার্কিন শেয়ারবাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং শেয়ারহোল্ডাররা উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) মার্কিন স্টকএক্সচেঞ্জগুলো ভয়াবহ দিন পার করেছে, যেখানে প্রধান সূচকগুলো প্রায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কারোপের ঘোষণার পর চীন পালটা শুল্ক আরোপ করেছে, যার ফলস্বরূপ মার্কিন শেয়ারবাজারে পতন ঘটে। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬ শতাংশ কমেছে, নাসডাক ৫.৮ শতাংশ এবং ডাও জোন্স ৫.৫ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়া, রাসেল ২০০০ সূচকও ৪ শতাংশ কমেছে।

এর আগে, বৃহস্পতিবার মার্কিন শেয়ারবাজার কোভিড-১৯ মহামারির প্রথম পর্যায়ের পর সবচেয়ে খারাপ দিনটি অতিক্রম করেছে। চীন জানিয়েছে, ১০ এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক কার্যকর করা হবে, যা বিশ্ববাজারে বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে ঘোষণা দিয়েছিলেন, চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ নতুন শুল্ক আরোপ করা হবে, যা আগের ২০ শতাংশ শুল্কের সঙ্গে মিলিয়ে মোট শুল্কের হার দাঁড়ায় ৫৪ শতাংশ। চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করার পর এবার তার ওপর আরও ৩৪ শতাংশ যোগ করছে।

এ পরিস্থিতিতে ট্রাম্প চীনের এই পদক্ষেপকে ‌‘ভুল খেলা’ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন যে, চীন আতঙ্কিত। তবে, তার মতে, চীনের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ