• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

মুক্তি পাচ্ছেন মার্কিন জিম্মি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

জিম্মি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর অংশ হিসেবে মার্কিন পাঁচ জিম্মিকে মুক্তি দেবে তারা। যাদের মধ্যে একজন জীবিত আছেন। আর বাকি চারজন মারা গেছেন।

তারা সবাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক। যে জীবিত জিম্মি মুক্তি পাবেন তার নাম ইডান আলেক্সান্ডার। তিনি ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করতেন। খবর আল-জাজিরার।

পাঁচ মার্কিন জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস। তারা শুক্রবার (১৪ মার্চ) এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, হামাস নেতৃবৃন্দ মধ্যস্থতাকারী ভাইদের কাছ থেকে আলোচনা শুরুর প্রস্তাব পায়। এরপর শুক্রবার সকালে হামাস নেতৃবৃন্দ এতে দায়িত্বশীলতা ও ইতিবাচকভাবে জবাব দেয়।

যারমধ্যে রয়েছে মার্কিন ও ইসরায়েলি দ্বৈত নাগরিক ইডান আলেক্সান্ডারের মুক্তির চুক্তিটি। এরসঙ্গে চার দ্বৈত নাগরিকের মরদেহ ফেরত দেওয়া হবে। এছাড়া ইসরায়েলকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে পৌঁছানোর আহ্বান জানিয়েছে হামাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ