• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

জুমার নামাজে আল-আকসায় ফিলিস্তিনিদের ঢল

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে রমজানের দ্বিতীয় জুমায় শুক্রবার (১৪ মার্চ) পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি বাধা উপেক্ষা করে ফিলিস্তিনি মুসল্লিদের ঢল নামে।

ইসলামের তৃতীয় পবিত্র এ মসজিদটিতে নামাজ আদায়ে ইসরায়েলের বিধিনিষেধ উপেক্ষা করে শুক্রবার জুমার নামাজে শরিক হয়েছেন ৮০ হাজার ফিলিস্তিনি। খবর আনাদোলু, আলজাজিরা ও টাইমস অব ইসরায়েলের।

মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ এ তথ্য জানিয়েছে। যদিও দখলদার ইসরায়েলের পুলিশ সংখ্যাটি প্রকাশ করেনি। তারা শুধু বলেছে ‘হাজার হাজার মানুষ’ এসেছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আল-আকসায় শুক্রবার যারা নামাজ পড়েছেন, তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি।

পশ্চিমতীর থেকে যেন মুসল্লিরা আসতে না পারেন সেজন্য সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছে ইসরায়েলের পুলিশ। এ কারণে পশ্চিমতীরের বেশি মুসল্লি আসতে পারেননি।

এছাড়া শুধুমাত্র ৫৫ বছরের ওপর পুরুষ এবং ৫০ বছরের ওপরে নারীদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়েছিল।

নামাজের জন্য সবাইকে দখলদার ইসরায়েলের কাছ থেকে পাসও সংগ্রহ করতে হয়েছিল। এ কারণে ফিলিস্তিনের বেশিরভাগ মানুষ ইসলামের পবিত্র এ মসজিদে নামাজ পড়তে পারেনি।

মুসলিমরা বিক্ষোভ করতে পারেন এ ভয় থেকে তরুণদের আল-আকসায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। কম বয়সী কেউ যেন সেখানে না যেতে পারে তাই জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়েছে ইসরায়েলি পুলিশ।

তবে, জুমায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল। গত সপ্তাহেও কোনো ধরনের ঝামেলা ছাড়া আল-আকসায় নামাজ আদায় করেন সাধারণ মুসল্লিরা।

ইসলামিক ওয়াকফের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালে ২ লাখ ৫০ হাজার মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছিলেন এবং ২০২৪ সালে ১ লাখ ২০ হাজার মুসল্লি সমবেত হয়েছিলেন আল-আকসায়।

গত সপ্তাহে, রমজানের প্রথম জুমায় ৯০ হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদে জড়ো হয়েছিলেন।

শুক্রবার ভোর থেকেই পুরাতন শহর জেরুজালেম এবং আল-আকসা মসজিদ কমপ্লেক্সের দিকে যাওয়ার রাস্তাগুলিতে ৩ হাজার সেনা মোতায়েন করে ইসরায়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ