ছবি- সংগৃহীত
ঝালকাঠি প্রতিনিধি:- ভাইয়ের সাথে ভাইয়ের বিরোধের দীর্ঘ এই যুগে ধরে চললেও, ভাইয়ের জন্য
‘কিডনী’ দান করে ভালোবাসার এক অনন্য নজির তৈরি করলেন ছোট ভাই মো. আনিস। বড় ভাই
মো. রমিজের দুটো কিডনি নষ্ট হয়। ছোট ভাই ঢাল হয়ে দাঁড়ান,
নিজের একটি কিডনী দান করেন বড় ভাইকে। আল্লাহ এই ভাইটির মঙ্গল করুক। ভালোবাসা নিরন্তর প্রিয় ‘আনিসুর রহমান
ভাইয়া..বিপ্লবী সদস্য সচিব
(ভারপ্রাপ্ত), কেওড়া ইউনিয়ন
স্বে”ছাসেবক দল।