তারকাবেষ্টিত এক জমকালো আয়োজনে রাজধানীর গুলশানের পিংক সিটিতে চালু হলো দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর ‘হারল্যান স্টোর’-এর নতুন আউটলেট। রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর, জনপ্রিয় চিত্রনায়ক ইমন এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এই আউটলেটটি উদ্বোধন করেন।
এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ২১ মার্চ রাজধানীর গুলশানের পিংক সিটিতে হারল্যান স্টোরের এই নতুন আউটলেটটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান স্টোরের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গিয়াস উদ্দিন বিশ্বাস ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, “দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোর ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে । আর অথেনটিক কসমেটিকস ভোক্তাদের হাতে হাতে পৌঁছে দিতে আজ হারল্যান স্টোর চলে এসেছে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র গুলশানের পিংক সিটিতে। কসমেটিকস জগতের এমন একটি স্মরণীয় অনুষ্ঠানের অংশ হতে পারাটা সত্যিই সম্মানের এবং আপনাদের সবার সঙ্গে এটি উদযাপন করতে পেরে আমি গর্বিত!”
উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।