• বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
মানুষ স্বাধীনতার সুফল ৫৩ বছরেও ভোগ করতে পারেনি: তারেক রহমান মিসরের জ্যোতির্বিজ্ঞানীরা জানালেন ঈদের নির্দিষ্ট তারিখ ফেসবুক পোস্টে যা বললেন তামিম সরকার বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিচিত করতে চায় পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ মুজিবুর রহমান: মির্জা ফখরুল মার্কিন সাহায্য কমিয়ে দেওয়ায় মৃত্যু হতে পারে বহু মানুষের বার্ড ফ্লু মহামারী ডেকে আনতে পারে , বিজ্ঞানীদের সতর্কবার্তা দিল্লির জবাবের অপেক্ষায় প্রস্তুত রয়েছে ঢাকা সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রুগী। সুযোগ এসেছে দেশ গড়ার, এটা হারাতে চাই না : প্রধান উপদেষ্টা

কমন ৭টি মারাত্বক ভুল যা ওযু করার সময় ৯৯ শতাংশ মানুষই করে থাকে!

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহীত

বিশিষ্ট ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ ওযুর সময় সাধারণত যে ভুলগুলো হয়ে থাকে, সে সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেন, অনেকেই ওযুর কিছু ভুল প্রতিনিয়ত করে থাকেন, যা না জেনে ওযুর পূর্ণতা নষ্ট করতে পারে।

হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হয় না।” (সহিহ বুখারি)

তিনি আরও বলেন, “যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে এবং ওযুর শেষে কালেমা শাহাদাত (আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলুহু) পাঠ করবে, তার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হবে।” (সহিহ মুসলিম)

ওযুর সাধারণ ভুলত্রুটি

১. বিসমিল্লাহ বলা ভুলে যাওয়া

ওযুর শুরুতে “বিসমিল্লাহ” বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক আলেমের মতে এটি ফরজ, আবার কেউ কেউ একে সুন্নত বলেছেন। কিন্তু বিসমিল্লাহ না বললে ওযুর পূর্ণাঙ্গতা আসে না।

২. মেসওয়াক না করা

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমার উম্মতের জন্য কষ্টকর না হলে, আমি প্রতিটি ওযুর সময় মেসওয়াক করা ফরজ করে দিতাম।” (সহিহ বুখারি) এটি ওযুর গুরুত্বপূর্ণ সুন্নত, যা অনেকেই পালন করেন না।

৩. কুলি করা ভুলভাবে করা

ওযুর সময় সঠিকভাবে কুলি করা জরুরি। অনেকেই মুখে পানি নিয়ে সরাসরি ফেলে দেন, কিন্তু এটি সঠিক পদ্ধতি নয়। পানিকে মুখে নিয়ে কিছুক্ষণ নাড়ানো ও কুলকুচি করা উচিত।

৪. নাকে পানি দেওয়ার ভুল পদ্ধতি

হাদিসে এসেছে, “ওযুর সময় নাকে পানি টেনে নেওয়া ও পরিষ্কার করা আবশ্যক।” অনেকে শুধু পানি ছিটিয়ে দেন, যা যথেষ্ট নয়। নাকে পানি নিয়ে হালকা টান দিতে হবে, যাতে পরিষ্কার হয়।

৫. নাক ঝাড়া

ওযু করার সময় নাকে পানি টানার মতই গুরুত্বপূর্ণ আরেকটি সুন্নাহ হলো নাক ঝাড়া। আমরা বেশিরভাগই অবহেলা ও তাড়াহুড়ো করে ওযু করার সময় নাক ঝাড়তে ভুলে যাই।

৬. আঙ্গুলের ফাঁকে পানি পৌঁছানো না

হাত ও পায়ের আঙ্গুলের ফাঁকে পানি পৌঁছানো সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ওযুর সময় হাত ও পায়ের আঙ্গুলগুলো ভালোভাবে ধুয়ে নাও।” এজন্য এক হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের ও পায়ের আঙ্গুলের ফাঁকে পানি পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

৭. শরীরের কোনো অংশ শুকনো থাকা

অনেক সময় কানের লতি, হাতের আংটি পড়া অংশ, কপালের কিছু অংশ শুকনো থেকে যায়। ওযুর সময় নিশ্চিত করতে হবে যে, সব অংশে পানি পৌঁছেছে।

ওযু ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং প্রতিটি সালাতের শর্ত। তাই সঠিক নিয়মে ওযু করা উচিত এবং এসব ভুল এড়িয়ে চলা জরুরি। সঠিক ওযু করলে নামাজ কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ