• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

আসিফ নজরুল জিয়ার পরিবারের ঈদের ছবি পোস্ট করে যা বললেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। অথচ এই খুশি থেকে দীর্ঘ ৭ বছর বঞ্চিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার তিনি পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে ঈদ উদযাপন করছেন। আর সেই ছবি ইতোমধ্যে সোশ্যালমিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া ছবিটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (৩০ মার্চ) দিবাগত রাতে তিনি এ ছবি শেয়ার করেন।

ক্যাপশনে লিখেছেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি জালিমকে করেছেন বিতাড়িত, মজলুমকে প্রশান্ত!

বিএনপি সূত্রে জানা গেছে, আসিফ নজরুলের পোস্ট করা ছবিটি ৭ বছর পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার ঈদুল ফিতর উদযাপনের।

এর আগে, গত ৮ জানুয়ারি শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছান। পরে হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে ডেভেনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’ এ ভর্তি করা হয়।

সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধায়নে তিনি ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন। এরপর লন্ডন ক্লিনিকে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ছেলে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন বিএনপি নেত্রী।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ